আমার মনের মাঝে যে গান বাজে Amar Moner Majhe Je Gaan Baje

                                 প্রেম  – ২

Play rabindrasangeet

Play Now

আমার   মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো
আমার   চোখের ’পরে আভাস দিয়ে যখনি যাও গো॥
      রবির কিরণ নেয় যে টানি   ফুলের বুকের শিশিরখানি,
      আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো॥
      আমার   উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
             আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।
      কচি পাতা প্রথম প্রাতে   কী কথা কয় আলোর সাখে,
           আমার মনের আপন কথা বলে যে তাও গো॥

We will be happy to hear your thoughts

Leave a reply