সোনার তরী – রবীন্দ্রনাথ ঠাকুর

সোনার বাঁধন

 বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে 
  অয়ি গৃহলক্ষ্মী, এই করুণক্রন্দন 
  এই দুঃখদৈন্যে-ভরা মানবের গেহে। 
 তাই দুটি বাহু’পরে সুন্দরবন্ধন 
 সোনার কঙ্কণ দুটি বহিতেছে দেহে 
 শুভচিহ্ন, নিখিলের নয়ননন্দন। 
 পুরুষের দুই বাহু কিণাঙ্ক-কঠিন 
 সংসারসংগ্রামে, সদা বন্ধনবিহীন;
 যুন্ধ-দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজে 
 বহ্নিবাণ বজ্রসম সর্বত্র স্বাধীন। 
 তুমি বদ্ধ স্নেহ-প্রেম-করুণার মাঝে— 
 শুধু শুভকর্ম, শুধু সেবা নিশিদিন। 
 তোমার বাহুতে তাই কে দিয়াছে টানি,
 দুইটি সোনার গণ্ডি, কাঁকন দুখানি।

Pages ( 13 of 42 ): « Previous1 ... 1112 13 1415 ... 42Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo