চিত্রা – রবীন্দ্রনাথ ঠাকুর

নারীর দান

একদা প্রাতে কুঞ্জতলে 
  অন্ধ বালিকা 
পত্রপুটে   আনিয়া দিল 
  পুষ্পমালিকা । 
কণ্ঠে পরি অশ্রুজল 
  ভরিল নয়নে ; 
বক্ষে লয়ে চুমিনু তার 
  স্নিগ্ধ বয়নে । 
কহিনু তারে ‘ অন্ধকারে 
  দাঁড়ায়ে রমণী 
কী ধন তুমি করিছ দান 
  না জান আপনি । 
পুষ্পসম অন্ধ তুমি 
  অন্ধ বালিকা , 
দেখ নি নিজে মোহন কী যে 
  তোমার মালিকা । '

Pages ( 17 of 44 ): « Previous1 ... 1516 17 1819 ... 44Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo