চিত্রা – রবীন্দ্রনাথ ঠাকুর

দুরাকাঙ্ক্ষা

            কেন নিবে গেল বাতি । 
আমি       অধিক যতনে ঢেকেছিনু তারে 
            জাগিয়া বাসররাতি , 
             তাই নিবে গেল বাতি । 
  
  
            কেন ঝরে গেল ফুল । 
আমি       বক্ষে চাপিয়া ধরেছিনু তারে 
            চিন্তিত ভয়াকুল , 
             তাই ঝরে গেল ফুল । 
  
            কেন মরে গেল নদী । 
আমি       বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে 
            পাইবারে নিরবধি , 
             তাই মরে গেল নদী । 
  
  
            কেন ছিঁড়ে গেল তার । 
আমি       অধিক আবেগে প্রাণপণ বলে 
            দিয়েছিনু ঝংকার , 
             তাই ছিঁড়ে গেল তার ।

Pages ( 13 of 44 ): « Previous1 ... 1112 13 1415 ... 44Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo