গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

নাই বা ডাক, রইব তোমার দ্বারে

নাই বা ডাক, রইব তোমার দ্বারে;
মুখ ফিরালে ফিরব না এইবারে।
বসব তোমার পথের ধুলার ‘পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে?
তোমার তরে যে জন গাঁথে মালা
গানের কুসুম জুগিয়ে দেব তারে।
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে।
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল
বসে রব সেথায় অন্ধকারে।

সুরুল হইতে শান্তিনিকেতনের পথে গোরুর গাড়িতে, ২৬ ভাদ্র, ১৩২১

Pages ( 74 of 119 ): « Previous1 ... 7273 74 7576 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo