গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে

তোমার          এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার            প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?
এই যে আলো সূর্যে গ্রহে তারায়
ঝরে পড়ে শত লক্ষ ধারায়
পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে।
তোমার          ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার            মনে লেগে তবে সে যে জাগল।
যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে
সংগীতে সে উঠবে ভেসে পলকে
যেদিন আমার সকল হৃদয় হরবে।

সুরুল, ১ আশ্বিন- সন্ধ্যা, ১৩২১

Pages ( 61 of 119 ): « Previous1 ... 5960 61 6263 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo