গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

এক হাতে ওর কৃপাণ আছে

এক হাতে ওর কৃপাণ আছে
আর  এক হাতে হার।
ও যে    ভেঙেছে তোর দ্বার।
আসে নি ও ভিক্ষা নিতে,
লড়াই করে নেবে জিতে
পরানটি তোমার।
ও যে    ভেঙেছে তোর দ্বার।
মরণেরি পথ দিয়ে ওই
আসছে জীবন-মাঝে,
ও যে আসছে বীরের সাজে।
আধেক নিয়ে ফিরবে না রে,
যা আছে সব একেবারে
করবে অধিকার।
ও যে    ভেঙেছে তোর দ্বার।

সুরুল, ১৪ ভাদ্র, ১৩২১

Pages ( 28 of 119 ): « Previous1 ... 2627 28 2930 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo