গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর

মুখ ফিরায়ে রব তোমার পানে

মুখ ফিরায়ে রব তোমার পানে
এই ইচ্ছাটি সফল করো প্রাণে।
কেবল থাকা, কেবল চেয়ে থাকা,
কেবল আমার মনটি তুলে রাখা,
সকল ব্যথা সকল আকাঙক্ষায়
সকল দিনের কাজেরি মাঝখানে।

নানা ইচ্ছা ধায় নানা দিক পানে,
একটি ইচ্ছা সফল করো প্রাণে।
সেই ইচ্ছাটি রাতের পরে রাতে
জাগে যেন একের বেদনাতে,
দিনের পরে দিনকে যেন গাঁথে
একের সূত্রে এক আনন্দগানে।

১০ আষাঢ়, ১৩১৭

Pages ( 89 of 156 ): « Previous1 ... 8788 89 9091 ... 156Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo