কথা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনাতীত দান

শিখের পক্ষে বেণীচ্ছেদন ধর্মপরিত্যাগের ন্যায় দূষণীয়

পাঠানেরা যবে বাঁধিয়া আনিল 
         বন্দী শিখের দল — 
সুহিদ্‌গঞ্জ রক্তবরন 
          হইল ধরণীতল । 
নবাব কহিল , ‘ শুন তরুসিং , 
          তোমারে ক্ষমিতে চাই ।' 
তরুসিং কহে , ‘ মোরে কেন তব 
          এত অবহেলা ভাই ? ' 
নবাব কহিল , ‘ মহাবীর তুমি , 
          তোমারে না করি ক্রোধ — 
বেণীটি কাটিয়া দিয়ে যাও মোরে 
          এই শুধু অনুরোধ ।' 
তরুসিং কহে , ‘ করুণা তোমার 
          হৃদয়ে রহিল গাঁথা — 
যা চেয়েছ তার কিছু বেশি দিব , 
          বেণীর সঙ্গ মাথা ।'

Pages ( 11 of 25 ): « Previous1 ... 910 11 1213 ... 25Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo