রবীন্দ্র সঙ্গীত
গানের ভেলায় বেলা-অবেলায় প্রাণের আশা ভোলা মনের স্রোতে ভাসা॥ কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষে কোন্ ঘাটে যে ঠেকে ...
আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন। যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীণ॥ সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে, মীড়গুলি ...
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায় আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥ শুকনো ঘাসে শূন্য বনে আপন-মনে ...
সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে– গান হায় ডুবে যায় কোন্ কোলাহলে॥ পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে বিপুল গরবে, যায় আর ...
গান আমার যায় ভেসে যায়– চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥ সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা, সে ...
দিয়ে গেনু বসন্তের এই গানখানি– বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥ তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে আঁখি তব ...
যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে ঘর-ছাড়া কোন্ পথের পানে॥ নিত্যকালের গোপন কথা বিশ্বপ্রাণের ব্যাকুলতা আমার ...
আমার কন্ঠ হতে গান কে নিল ভুলায়ে, সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥ মেঘের দিনে শ্রাবণমাসে যূথীবনের দীর্ঘশ্বাসে আমার ...
নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে। কোন্ রজনীগন্ধা হতে আনব সে তান কন্ঠে পূরে॥ সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা ...
আকাশে আজ কোন্ চরণের আসা-যাওয়া। বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া॥ অনেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণী আজ উদাসীর ...
প্রেম ১০ মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই॥ চলে যায় দিন, যতখন ...
প্রেম ৯ কাল রাতের বেলা গান এলো মোর মনে, তখন তুমি ছিলে না মোর সনে॥ যে কথাটি বলব তোমায় ব’লে কাটল জীবন নীরব ...