যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ Je Chayare Dhorbo Bole

                                 প্রেম ৪
যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
 আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন॥
       আকাশে যার পরশ মিলায়   শরতমেঘের ক্ষণিক লীলায়
             আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন॥
       অলস দিনের হাওয়ায়
 গন্ধখানি মেলে যেত গোপন আসা-যাওয়ায়।
       আজ শরতের ছায়ানটে   মোর রাগিণীর মিলন ঘটে,
             সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কণ॥
We will be happy to hear your thoughts

Leave a reply