আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন Aasa-Jaoyar Pather Dharey

আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীণ॥
      সুরগুলি তার নানা ভাগে  রেখে যাব পুষ্পরাগে,
      মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন॥
কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা,
কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা।
      কিছু বা কোন্‌ চৈত্রমাসে  বকুল-ঢাকা বনের ঘাসে
      মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন্‌ উদাসীন॥

We will be happy to hear your thoughts

Leave a reply