আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া Akashe Aaj Kon Charaner

আকাশে আজ কোন্‌ চরণের আসা-যাওয়া।
       বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া॥
                  অনেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণী
                  আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি–
                           বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া॥
       কোন্‌ ফাগুনে যে ফুল ফোটা হল সারা
       মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা।
                  বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্‌ দুপুরে
                  যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে
                           ব্যথায় ভরে ফিরে আসে সে গান-গাওয়া॥

We will be happy to hear your thoughts

Leave a reply